আমার নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে সিরাজুল ইসলাম নামে এক যুবক প্রেম করে প্রতিবেশী এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয় কিশোরীর পরিবার। এর জের ধরে সিরাজুলের মা লাইলী বেগমকে (৩৮) হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কিশোরীর পরিবারের সদস্যরা।
পরে লাইলী বেগমকে গুরুত্বর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানেই মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত লাইলী বেগম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লাইলী বেগমের স্বামী আব্দুর রশিদ বলেন, ‘আমার প্রতিবেশী খোকন ওরফে কাজল মিয়ার মেয়ে খুকি আক্তারের (১৭) সাথে আমার ছেলে সিরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়ের বিয়ের কথাবার্তা চলতে থাকে। গত রবিবার (২৬ জুন) আমার ছেলে সিরাজুলের সাথে খুকি পালিয়ে যায়। পরে বিষয়টি মীমাংসার প্রস্তুতি নেয় স্থানীয়রা।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার পর সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টার দিকে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে মেয়ের পরিবারের সদস্যরা আমার বাড়িতে এসে আমার স্ত্রীর হাত-পা বেঁধে একটি ঘরে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে বাড়িতে ফিরে গুরুতর আহত অবস্থায় লাইলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। সন্ধ্যার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাইলীর মৃত্যু হয়।’
এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘এই ঘটনায় নিহতের স্বামী ৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে।’