নুসরাত জাহান তনিমাঃ
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি ডাঃ পঙ্কজ কুমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি এ্যাডঃ দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক বিমল রায়, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সভায় সিভিল সার্জন মোঃ মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, যে কোন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য সকলের মাঝে পৌঁছে দিতে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেবা দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে আমারদের উভয়কে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা থাকতে হবে। স্বাস্থ্য সেবায় অনেক অনেক পরিবর্তন এসেছে। যুগের সাথে মানুষের চাহিদা দিন দিন বাড়ছে। মানিকগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালে ১০০ শয্যার জনবল দিয়ে চলছে। শুধু চিকিৎসক ও নার্স দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়া যায় না। এরজন্য প্রয়োজন সঠিক জনবল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। পরিশেষে সকলের যার যা দায়িত্ব সে সম্পর্কে সচেতন থাকতে হবে।