আমার নিউজ ডেক্স:
‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমীকে নিয়ে সম্প্রতি জায়েদ খানের সঙ্গে দন্দ্বে জড়ান ওমর সানী। সেসময় অনেকেই ধারণা করেছিলেন মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমার শুটিং অনিশ্চিত। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। ডাবিংয়ে অংশ নিয়ে মৌসুমী বলেন, ‘‘সোনার চর’ একটি জীবন-ঘনিষ্ঠ সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। গরমের কারণে শুটিং করছি না। ডাবিং করেছি।’
জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। খুব শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব। গতকাল মৌসুমী আপার অংশের ডাবিং শেষ হয়েছে।’
গতকাল ২৯ জুন এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন করা হয়। এক্সেল ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি, শাওন আশরাফ, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকে।