কবিতা (পদ্মা সেতু)
এ্যাডভোকেট জাকিয়া সুলতানা, মানিকগঞ্জ।
।
পদ্মা সেতু
জাকিয়া সুলতানা
হেলো আন্টি
শেখ হাসিনা,
কেমন আছেন?
তা জানিনা।
আমি কিন্তু
ভালো ই আছি।
পদ্মা সেতুর
আনন্দে আজ
ঘরের ভেতর
একাই নাচি।
পদ্মা সেতুর
বাতাস যেন লালমাটিয়ায়
পৌছে গেছে,
তাইতো আমি
আনন্দে আজ
একা একাই
বেড়াই নেচে।
চার ঘন্টায় যশোর থেকে
ঢাকায় দিবে পারি,
চার ঘন্টায় পুত্র যাবে
মায়ের কাছে বাড়ি।
বহুমুখী সড়ক সেতু
নির্মানে যার অনেক হেতু।
মুন্সিগঞ্জ আর মাদারিপুর
সাথে আছে শরিয়তপুর।
৪২ টি পিলার দ্বারা
পদ্মার ওপর হইলো খাড়া।
দৈর্ঘ যাহার ৬.১৫০ কিলোমিটার
প্রস্থে আছে ১৮.১০ মিটার।
পদ্মা সেতু তর্কিত আজ
সংসদের আসনে,
পদ্মা সেতুর গুরুত্ব টা
ওই পারের জন জানে।
কিছু লোকে খাইলো ধোকা
ওরা কিন্তু সত্যি বোকা
ওদের বাক্য বৃথায় গেলো,
পদ্মার ওপর সেতুটি আজ
অবশেষে পূর্ণতা পেল।
বঙ্গবন্ধুর কন্যা তুমি
বুঝেই গেছে বংগভূমি।
উন্নয়নের দ্বার খুলে আজ
পদ্মাসেতুর নাম,
বিশ্বব্যাংক ও তুলে নিয়েছে
দুর্নীতির বদনাম।
মুখে মুখে শুনি সবার
শেখ হাসিনা সরকার
বারবার দরকার।