1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

শিবালয়ে যমুনার ভাঙ্গন কবলিত চরাঞ্চলে অসহায় লোকজনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের শিবালয়ে যমুনার ভাঙ্গন কবলিত চরাঞ্চলে  অসহায় লোকজনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ জুন সোমবার বিকালে উপজেলার আলোকদিয়া, চর শিবালয়ের শতাধিক যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে  চাল, ডাল, চিড়ামুড়ি সম্বলিত একটি করে প্যাকেট বিতরন করা হয়। এসময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুর রহমান উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান  বলেন,গত  বেশ কিছু দিন যাবৎ যমুনার পাড়ের চরাঞ্চলের আলোকদিয়া, চর শিবালয়, তিশুন্ডীসহ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। গত তিন দিন যাবৎ নদীতে পানি বৃদ্ধির কারনে  ভাঙ্গনের তীব্রতা আরো বাড়তে থাকে।  শত শত একর ফসলি জমিসহ বাড়ি ঘর নদী গর্ভে বিলিন হয়ে যায়। একারনে জেলা প্রশাসক স্যারের নির্দেশে  ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। চরাঞ্চলের বিষয়ে উর্দ্ধতনদের অবগত করা হয়েছে। পর্য়ায়ক্রমে ভাঙ্গন কবলিতদের মাঝে আরো ত্রাণ ও সহায়তা প্রদান করা হবে।

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, এ চরাঞ্চলের সার্বিক অবস্থা খুবই খারাপ। একদিকে তীব্র নদী ভাঙ্গন আরেক দিকে বন্যার পানিতে ফসলী জমি তলিয়ে যাচ্ছে।চরাঞ্চলের মানুষজন দিশেহারা হয়ে পরেছে। তাই এ সব এলাকায় জরুরি ভিত্তিতে আরো ত্রান  সহায়তার দরকার হয়ে পরেছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এসকল লোকজনের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।

ত্রান বিতরণ কালে শিবালয় ওসি ( তদন্ত) মো. ফরিদ উদ্দিন, স্থানীয় মেম্বারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury