ঘিওর প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন মানিকগঞ্জ জেলা কমিটি । এর আগে মেয়াদ উর্ত্তীর্ণ ও জেলা কমিটিকে অসহযোগিতার কারনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন কর্তৃপক্ষ। এডভোকেট শচীন্দ্র নাথ মিত্রকে আহবায়ক এবং সুব্রত কুমার শীল (গোবিন্দ)কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব সাহা ও সাধারন সম্পাদক অর্ণিবাণ কুমার পাল স্বাক্ষরিত উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক অজয় কুমার রায়, রাম চন্দ্র সাহা, প্রশান্ত কুমার সরকার, গৌরাঙ্গ কুমার ঘোষ, রাম প্রসাদ সরকার দিপু, রঞ্জন কুমার দাস প্রমুখ।