এস এম আকরাম হোসেন ঃ
মানিকগঞ্জে সেওতা উদয়সেনা ক্লাবের উদ্যোগে ঈদ পূণর্মিলনী উদযাপনঃ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার সময় ঈদ পূণর্মিলনী উপলক্ষে দিনব্যাপী খেলাধূলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সেওতা উদয়সেনা ক্লাবের সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, তার সহধর্মিনী কাজী লুৎফর নাহার শিউলী, সাধারণ সম্পাদক এ্যাডঃ আজাদ হোসেন খান, সেওতা উদয়সেনা ক্লাবের সিনিয়র সদস্য মিজনুর রহমান মিন্টু, কাজী আব্দুল হান্নান,কাজী মোহাম্মদ হোসেন নিপু, নাসির উদ্দিন আহমেদ যাদু, গোলাম যাকারিয়া লিটন, গোলাম কিবরিয়া সাইদ, আসাদুজ্জামান খান দোলন, জিয়াউদ্দিন আহমেদ কবির, রিয়াজ মাহমুদ হারেজ সহ অন্যান্যরা। পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে কাজী রাসিক উদ্দিন বিটু।
সেওতা উদয়সেনা লাল দলকে তিন উইকেটে পরাজিত করে সেওতা উদয়সেনা সবুজ দল চ্যাম্পিয়ন হয়। পরে নারীদের পিলে পাচিং খেলা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা,সেওতা উদয়সেনা ক্লাব কর্মকর্তাদের হাঁড়ী ভাংগা খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।