এস এম আকরাম হোসেন:
ঈদ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম কুঠী গ্রামে গ্রামীণ খেলাধূলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সরকার।
সোমবার বিকালে আটিগ্রাম কুঠী গ্রামবাসীর উদ্যোগে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এস এম দুলাল হোসেন, আটিগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য তৈয়ব আলী, স্থানীয় গণ্যমান্যব্যক্তি মো: আ: ছোবাল, মো: আরশেদ আলী, মো: সামছুল হক মাতাব্বর, মো: চাঁন মিয়া মাদাব্বর সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
দুইদিন ব্যাপী নানা খেলায় হা-ডু-ডু খেলা, পানিতে ফুটবল খেলা, সাঁতার প্রতিযোগিতা, বালিস নাচে তালে তালে, তেল মাখা কলাগাছে উঠা, মিউজিক্যাল চেয়ার ও পানিতে বালিস বাড়ি সহ অন্যান্য গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার আয়োজকরা বলেন, এ সমস্ত গ্রামীণ খেলাধুলার সাথে রয়েছে আমাদের পূর্বপুরুষদের নাড়ীর সম্পর্ক। তাই তাদের স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের উচিত এ সমস্ত গ্রমীণ খেলা-ধূলার আয়োজন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর পরিচিতি ও তার সুফল লাভের জন্য আকৃষ্ট করা।
দিনদিন সেই গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাচ্ছে। তাই গ্রামীণ খেলাগুলো আবারও ফিরিয়ে আনার লক্ষে ১২ বছর যাবৎ এই খেলার আয়োজন করে থাকি।
এই গ্রামীণ খেলা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নারী-পুরুষ, যুবক-যুবতি সহ বিভিন্ন বয়সের মানুষ এসে ভীর করে এবং খেলাধূলা উপভোগ করে।