এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী ও মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কর্ণেল (অব:) এ. মালেক ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যার এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের এ্যাড: বাদরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিক খান তুষার, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুল হক খান খালিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মৃদলা রহমান (নীলু) , সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা যুব মহিলা আওয়ামলীগের আহবায়ক রোমেজা আক্তার মাহিন, সদস্য সচিব সালেহা জাহান , যুগ্ম আহবায়ক শুভ্রা খান মজলিশ, সদর উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি সালমা আক্তার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিবুল ইসলাম ত্রয়ো সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় বক্তরা বলেন, কর্ণেল এ মালেক ছিলেন জনদরদী নেতা। তার গুনের কথা বলে শেষে করা যাবে না। সহজ সরল সৎ, মেধাবী, সাহসী ও পরউপকারী গরীব দুখী মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত দলের জন্য ও মানুষের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জবাসী মহান এক নেতাকে হারিয়েছেন। তারই সুযোগ্য ছেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পিতার অসমপ্ত কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, আব্দুল মালেক ১৯৩৫ সালে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এম কে মোল্লা এবং মাতা বেগম ইসাতুন্নেছা। মানিকগঞ্জ মডেল হাইস্কুল থেকে তিনি ১৯৫২ সালে ম্যাট্রি্ক পাস করে দেবেন্দ্র কলেজ হতে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তার স্ত্রী ফৌজিয়া মালেক তার ছেলে জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তৃতীয় হাসিনা মন্ত্রিসভার স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং চতুর্থ হাসিনা মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।