স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার ২১ জুলাই দুপুরে মানিকগঞ্জ জেলা জাসদ এর কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা জাসদের সভাপতি সালাম আহমেদ সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল খান এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সহ-সভাপতি মোসলেম উদ্দিন খান,বীরমুক্তিযোদ্ধা সারোয়ার আলম চৌধুর,বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম খান,সাধারণ সম্পাদক আসলাম খান বাবু,হরিরামপুর উপজেলা জাসদের সভাপতি রফিক মাষ্টার,শিবালয় উপজেলা জাসদের সাধারন সম্পাদক আরিফ হোসেন,সিংগাইর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তারা মিয়া,পৌর জাসদের সভাপতি ইজাজুল হোসেন বরশাদ,সাধারণ সাধারণ আবদুল সোবাহান মল্লিক কাজল, জাতীয় যুব জোটের সাধারণত সম্পাদক সোলায়মান খান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নাজিবুল হক খান অনন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে নড়াইলে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকান-পাঠ,মন্দিরে ভাংচুর ও আগুন দেয়ার প্রতিবা‡` মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি ।
সভায় বক্তারা নড়াইলে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকান-পাঠ,মন্দিরে ভাংচুর ও আগুন দেয়ার প্রতিবাদ জানায়। এবং বলেন কর্নেল তাহেরের জীবন আদর্শ মেনে চলার কথা বলেন।