স্টাফ রিপোর্টার:
আজ শনিবার মানিকগঞ্জে ১০(দশ) গ্রাম হেরোইন ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার সর্বমোট মূল্য অনুমানিক ১,০৬,০০০/-(এক লক্ষ ছয় হাজার) টাকা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে আজ মানিকগঞ্জ সদর থানাধীন রাজিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাফর ইকবাল (২৬) নামে এক মাদক কারবারীকে কে ১০(দশ) গ্রাম হেরোইন ও ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এ বিষয়ে জেলা পুলিশে সূত্রে জানা যায়,” গ্রেফতারকৃত মাদক কারবারি জাফর ইকবালের বিরুদ্ধতা আইন অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।