আমার নিউজ ডেস্ক:
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দুই ভুবনের দুই তারকা এবার এক মঞ্চে।
বাংলাদেশের এই দুই তারকাকে নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। শুক্রবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।
এদিকে সম্প্রতি দেশে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন করেছেন সাকিব। সেটি সেরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন এ তারকা। অন্যদিকে, গত নভেম্বর থেকে দেশটিতে আছেন শাকিব খান। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।