এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ ফ্রেন্ডস ৯৫ যেখানে প্রাণের স্পন্দন সেখানে এই স্লোগানে মানিকগঞ্জ জেলার সকল এস.এস.সি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ফেন্ডাস ৯৫ মানিকগঞ্জ এর উদ্যোগে সাটুরিয়া উপজেলার কামতা নাহার গার্ডেনে এ
মিলন মেলায় প্রায় পাঁচশতাধিক বন্ধু অংশ গ্রহন করে।
সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। পরে নাহার গার্ডেনে পরিচিত পর্ব,আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা নারীদের পিলে পাসিং বালিশ খেলা, ছেলেদের ফুটবল খেলা, চুরি নিক্ষেপ, গুলি করে বেলন ফাটানো সহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র হয়।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী শাহানাজ পলি সহ ৯৫ব্যাচের বন্ধুরা গান পরিবেশন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ৯৫ মানিকগঞ্জ এর আহবায়ক মোঃ হাশেম আলী, সদস্য সচিব এ্যাডঃ আরশেদ মৃধা, অর্থ সচিব এ্যাডঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম ফিরোজ, সদস্য মোঃ নাসির উদ্দিন, মো: দেলোয়ার হোসেন, এস এম জহুরুল আলম, মো: মতিন মিয়া, মিরাজ হোসেন, শেখ জাফর ইকবাল বিপুল,আওলাদ হোসেন,কাজী লিটন, মশিউর রহমান মামুন, শুভ্রা খান মজলিশ, পিয়াল আহম্মেদ সহ অন্যান্য বন্ধু সার্বিক সহযোগিতা করেন।
প্রতিযোগিতাা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।