স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে প্রাণঘাতী মাদক হিরোইন ৩০৩ গ্রাম, দুইটি মোবাইল ও নগদ ১৭০০/ টাকাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, মোসা: আখী (২৫) ও মো: আকতার (৭০)।
এসময় তাদের কাছ থেকে ৩০৩ গ্রাম হেরোইন, ২টি পুরাতন এ্যানন্ড্রয়েড মোবাইল ফোনসহ নগদ ১৭০০/ টাকা উদ্ধার করা হয়।
রবিবার ৩১ জুলাই সকালে র্যাব-৪,সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল (৩০) জুলাই দুপুর ২ টা ২০ মিনিটে সিপিসি-৩, র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন জয়মণ্ডপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়মন্ডপ সাকিনস্হ নতুন বাসস্ট্যান্ডের তোয়া হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে দুইজন হিরোইন ডিলারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসাসীদ্বয় এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বাংলাদেশের বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদকদ্রব্য প্রানঘাতি হেরোইন পাইকারী মূল্যেূ ক্রয় করিয়া আনিয়া নিজেদের দখলে রাখিয়া সিংগাইর থানা এলাকা সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মোবাইল কন্টাক্টের মাধ্যমে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্ততি চলমান রহিয়াছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।