স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরষ্কার পেয়েছেন হরিরামপুর উপজেলার মো. গোলাম মোস্তফা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে জেলা যাচাই-বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
গত শনিবার (৩০জুলাই) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের হাত থেকে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা স্মারক গ্রহণ করেন।এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রমুখ।
মো. গোলাম মোস্তফা এর আগে ২০১৬, ২০১৮, ২০১৯ সালে উপজেলা পর্যায়ে, ২০১৯ সালে জেলা পর্যায়ে এবং২০১৯ সালে জেলা ও বিভাগীয় পর্যায়েশ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ২০২২ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে ২য় বার শ্রেষ্ঠশিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি উপজেলার ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে। ২০১৩ সালের ৯ই ফেব্রুয়ারিতে তিনি ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
তিনি হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, কন্টনিওয়াস এসেসমেন্ট, জীবনদক্ষতা, আইসিটি এর মাস্টার ট্রেইনার এবং জেলা আইসিটি অ্যাম্বাসেডর। সেসিপ থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ২০১৯ সালে তাকে নিউজিল্যান্ড সফরে পাঠানো হয়েছিলো।