স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ইয়াবা এবং হেরোইনসহ দুইজন মাদক কারবারি আটক করা হয়েছে।
শনিবার (১লা আগষ্ট) রাতে সিংগাইর উপজেলার বাইমাইল কালিনগর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি নায়েব আলী (৩৪) কে তার বাড়ির উঠান থেকে আটক করা হয়।এসময় মোঃ মুনছের আলী (৪০) নামের আরেক মাদক কারবারিকেও একই স্থান থেকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে ১৩০ (একশত ত্রিশ) গ্রাম হেরোইন ও ৩০০ (তিনশত) পিস ইয়াবা উদ্ধার করে ডিবি সদস্যরা। যার মূল্য অনুমান = ১৩,৯০,০০০/-( তের লক্ষ নব্বই হাজার) টাকা।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দির্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তাদের নিজ বসতবাড়ি ও আসে পাশের এলাকায় বিক্রী করে আসছিল।আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন এবং সংশ্লিষ্ট অপরাধে সিংগাইর থানায় ০১টি মামলা প্রকৃয়াধীন রয়েছে।