স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম- পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের তত্বাবধায়ক প্রভাস চন্দ্র বিশ্বাস।
আজ বৃহস্পিবার সকালে জেলার এলজিইডির কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী ফয়জুল হকের সভাপতিত্বে ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, সিনিয়র সহকারী প্রকৌশলী,উপজেলা প্রকৌশলী, ঠিকদার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অফিস আঙিনায় বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দরা।
সভায় বক্তারা এলজিইডির কার্যক্রমকে সঠিক নিয়মে করা ও আরো স্বচ্ছতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।