পবিত্র আশুরা উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনাসভার আয়োজন করেছে ইসলামিক ফাউণ্ডেশন।
মঙ্গলবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সানোয়ারুল হক, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোজাদ্দেদী, এনপিআই ইউনিভার্সিটি’র পরিচালক ড. মুহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী ওলামালীগের মাওলানা শামসুল হক জামালী, মানিকগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।