স্টাফ রিপোর্টার:
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাক পরিবহনের জন্য গাড়ি পাচ্ছি না, রেল পাচ্ছি না, লঞ্চ পাচ্ছি না, তখন হয়ত আমি ড্রোন ব্যাবহার করব। অথবা যে কোন ভাবে প্রাপকের কাছে ডাক পাঠানোর ব্যাবস্থা থাকবে।
তিনি বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের নতুন ডাকঘর নির্মাণ কাজ পরিদর্শণ শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নির্মাণ কাজে অসুন্তষ্ট প্রকাশ করে ভবন পূণরায় নির্মাণ করার নির্ধেশ করেন। তিনি আরো বলেন, ডাক বিভাগ বছরের পর পশ্চাদপদ যায়গাটিকে যুগের সাথে তাল মিলানোর কাজ চলছে।
তিনি আরো বলেন, ডাক বিভাগের এখন প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে, যার সক্ষমতা অর্জণ করছি। আমাদের সারা দেশে ৯ হাজার ডাক রয়েছে। যা কোন কুরিয়ার সার্বিসের নাই। আমাদের পিয়নরা বাড়ি এবং প্রতিটি মানুষকে চিনে। কিছু দিনের মধ্যে আপনারা মোবাইলে এসএমস পাবেন। চিঠি কোথায় এবং কোন পিয়নের কাছে আছে। আমাদের এই ডাকঘরের নাম দিয়েছি ডিজিটাল ডাকঘর।
মন্ত্রী এর আগে মানিকগঞ্জ সদর উপজেলার দুটি বিদ্যালয়ের ডিজিাল কন্টেন্ট এবং পরে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ডিজিাটাল পল্লী পরিদর্শণ করেন।