স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে গত রাতে ১২ টি লাশ চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি রাতের যে কোনো সময় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোর ও সদর উদ্দিন কলেজ সাথে এ দু স্থানে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে, উপজেলার বড়বোয়ালী কবরস্থান ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১২ টি কবর খোঁড়া হয় এবং কংকাল চুরি করে নেয়া হয়। ধারণা করা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে শিবালয় থানার এস আই সানোয়ার হোসেন জানান আমরা ঘটনা শোনা মাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।