স্টাফ রিপোর্টার:
জ্বালানি, গ্যাস-তেল, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ রফিক চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নওয়াব আলী, সদর উপজেলা সভাপতি অ্যাড্ রফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমীক পার্টির সভাপতি মজিবর রহমান শাহীন,জেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা এস আর আনছারসহ জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সাঈদ। এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির সময়কাল ছিল শান্তির। তখন সকল কিছুই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। তখন দেশে এতো লুটপাট হয়নি। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষতায় দেখতে চায়।