1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

রজনীকান্তের সঙ্গে যোগ দিলেন তামান্না

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ৭১ বছর বয়েসী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। পরিচালক নেলসন দিলীপকুমার তাকে নিয়ে নির্মাণ করছেন ‘জেলার’।

এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এবার সিনেমাটিতে যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তামান্নার চরিত্র ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লটের শুটিংয়ে অংশ নেবেন তামান্না। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে বড় বাজেটের এ সিনেমা। শুটিংয়ের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—রামায়্যা কৃষ্ণান, শিবা রাজ কুমার প্রমুখ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ থ্রি’। বর্তমানে এ অভিনেত্রীর ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘ভোলা শঙ্কর’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury