আজ সোমবার সকাল ৮:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত এ বিনামূল্যে চিকিৎসা সেবায় শত শত দুস্থ রোগীরা চিকিৎসা সেবা গ্রহন করে।
এতে প্রায় পাচঁ শতাধিক দুস্থ্য অসহায় রোগী এই বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা গ্রহন করে।
এছাড়া সকাল ৭:৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ আখতারুজ্জামান, একাডেমিক কো অর্ডিনেটর অধ্যাপক ডা: বোরহান উদ্দিন আহম্মদ, মুন্নু মেডিকেল কলেজের এন্ড হসপিটালের উপপরিচালক ডা: মনিরুজ্জামন সহ অন্যান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এরপর কলেজের লেকচার গ্যালারিতে বঙ্গবন্ধু বর্ণাঢ্য জীবন সম্বন্ধে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সকল রোগীদের উন্নতমানের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
জাতীয় শোক দিবসে এ কার্যক্রম সারাদিনব্যাপী চলমান থাকায় বিভিন্ন স্থানের মানুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করছেন।