স্টাফ রিপোর্টারঃ
দিশারী পরিবার কর্তৃক দিশারী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলে দিশারী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সহপ্রতিষ্ঠাতা হাসান শিকদারের সভাপতিত্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিশারী পরিবারের সম্মানিত উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট আতোয়ার হোসেন, দিশারী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসানাত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাবেক দপ্তর সম্পাদক বিজয় সরকার, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ইয়ারুল খান ইমন ও সহ সমন্বয়ক মেজবাহ আহমেদ সহ আরও অনেকে।
এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে ধারনা প্রদান করেন ও ১৫ আগষ্টের হত্যাকান্ডের নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান। দিশারী স্কুলের শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সম্মিলিত কন্ঠে কবিতা আবৃত্তি করার পাশাপাশি ১৫ আগষ্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ শাহাদাৎ বরণকারী সকলের জন্য দোয়ার আয়োজন করা হয়।