এস এম আকরাম হোসেন ঃ
মানিকগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
পরে কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরেন্দ্র কুমার রায় সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।