স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ‘টিম-অক্সিজেন’ এর উদ্যোগে কালীগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা শহরের বেউথা ঘাট এলাকা থেকে যাত্রা শুরু হয়। ৪০ সদস্যের দলটি বিকেল ৫টায় জেলার দৌলতপুর উপজেলার লাউতা গ্রামে গন্তব্যে পৌঁছায়। সেখানে ভোজ এবং আড্ডা শেষে রাত নয়টায় ভ্রমণ দলটি ফিরে আসে। টিম অক্সিজেন গ্রুপটি মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। তবে, এবারের ভ্রমণে টিম অক্সিজেনের সদস্য ছাড়াও তাদের ঘনিষ্ঠ কিছু বন্ধুরাও অংশগ্রহণ করে।##