1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) সব ধরনের কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ডিএন‌সি‌সি মেয়র বলেন, বিআরটি কর্তৃপক্ষের স‌ঙ্গে গতকাল কথা হ‌য়ে‌ছে, আজও তারা আমার সাম‌নে আ‌ছেন। সচিবের সঙ্গেও আমার কথা হয়েছে। আমি ওনা‌দের বলেছি, আগামী পরশু আমার সঙ্গে বসবেন। কেবল এই প্রজেক্টই নয়, ঢাকা শহরে যতগুলো প্রজেক্ট চলছে, ততক্ষণ সবগুলো প্রজে‌ক্টের কাজ বন্ধ থাকবে।

মেয়র বলেন, প্রকল্প কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই ব‌লেই কিছুদিন পরপরই এরকম দুর্ঘটনা ঘটছে। এ‌তে জনদুর্ভোগের পাশাপা‌শি প্রাণহানিও ঘট‌ছে। উন্নয়ন কাজ এভা‌বে চলতে পা‌রে না। সবার প্রথ‌মে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মেয়র আতিক বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। সব প্রকল্পের পরিচালকদের নি‌য়ে আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে মি‌টিং ডাকা হয়েছে। সেই‌ মি‌টিং‌য়ে য‌দি তারা মানু‌ষের জান মা‌লের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পা‌রেন, ত‌বেই কাজ শুরু করতে পারবেন।

উ‌ল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। প্রাইভেটকারটিতে একই পরিবারের সাত সদস্য ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury