আমার নিউজ ডেস্কঃ
জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি বলেন, জন্মাষ্টমী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতীয় কোন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করবে না। এ ছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, একদিন বন্ধের পর আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি সেহেতু শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।