স্টাফ রিপোর্টার:
রবিউল ইসলাম এখন মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বিদ্যালয় থেকে সেই একমাত্র জিপিএ- ৫ পেয়ে পাস করেছিল। আশা ছিল বৃত্তি পাবে। কিন্তু বৃত্তির ফলাফল প্রকাশ করার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জানিয়ে ছিল বৃত্তি না পাওয়ার খবর। এতে রবিউল, তার পরিবার এবং এলাকাবাসী অবাক হয়েছিল। কারণ, রবিউলের বৃত্তি না পাওয়ার কথা নয়। ঠিক তারই প্রমাণ মিলল পরীক্ষার সাড়ে তিন বছর পর এসে। জানা গেল রবিউল ইসলাম সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে মো. রবিউল ইসলামকে সম্বর্ধনা দিয়েছে বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।