1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ঢিলেঢালা চলছে হরতাল, স্বাভাবিক আছে যান চলাচল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেস্কঃ

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করেছেন। সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, আজিমপুর, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় স্বাভাবিকভাবে চলছে যানবাহন।

নতুন অফিস টাইম সকাল আটটা থেকে হওয়ায় অন্যান্য দিনের মতো সকাল থেকেই গণপরিবহনসহ সব ধরনের যানবাহন দেখা গেছে।

শাহবাগ এলাকায় অফিসগামী মনিরুল ইসলাম বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই। তবে বাম দলের ডাকা আজকের এই হরতাল যেহেতু কিছু যৌক্তিক দাবি নিয়ে, তাই এই হরতাল সমর্থন করি।

হরতালের কারণে যাতে কোনো রকমের নাশকতা না হয়, সেজন্য রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ আগস্ট) রাত ১১টার আগে রাজধানীর পল্টন এলাকায় হরতালের সমর্থনে অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি কয়েকটি যানবাহনে ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury