স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শুরু হয়েছে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১২দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ। জেলাশহরের বেউথা অন্ধশিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির রেজিষ্ট্রেশন অফিসার মুহাম্মদ মোস্তফা হাবিব, প্রবিশন অফিসার শাহিনুর ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পিপলস্ অ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন-পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, হিজড়া প্রতিনিধি গুরুমাতা আলোমতি।
বেসরকারী সংস্থা পাসা’র সহযোগিতায় জেলা সমাজসেবা আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন হিজড়া। অংশ গ্রহণকারী হিজড়াদের ড্রেসমেকিং এন্ড টেইলারিং ও বিউটিফিকেশন বিষয়ের ওপর রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হবে। তাদেরকে এর আগে এসব বিষয়ের ওপর দুই দফায় ১০০দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।