এস এম আকরাম হোসেনঃ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় পূর্ব দাশড়া কাটাখালী মোড় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হানিফ আলীর সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহিদুজ্জামান মহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক প্রচার সম্পাদক বাসুদেব সাহা,পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুর ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাবুবুল আলম সুমন, স্থানীয় নারী সংরক্ষিত কাউন্সিল রাজিয়া সুলতানা ,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা আক্তার, ,জেলা যুব মহিলা আওয়ামী সদস্য শিরিন আক্তার মুক্তা, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগ নেতা আসিক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুল হক খালেদা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সফিকুল ইসলাম সোহাগ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাসুদ সাগর, নজরুল হুদা কাল্লেস সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছেন। লাল সবুজের পতাকা দিয়েছেন। সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু একাত্তরের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুসহ তাঁর সাথে থাকা পরিবারের সকলকে হত্যা করেছে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই মনোবাসন পুরন হয়নি। দেশের বাইরে থাকা বঙ্গবন্ধকণ্যা জননেত্রী শেখ হাসিনা আজ দেশের হাল ধরেছেন। দেশের ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক ভোট দিয়ে জাহিদ মালেককে এমপি বানাতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই দেশের উন্নতি হবে এবং শান্তি বজায় থাকবে।