মানিকগঞ্জের ১৩ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট এক লাখ ৫৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) নামের একটি সংস্থা। আজ (মঙ্গলবার) সকালে আরব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই শিক্ষাবৃত্তির চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক। আরবের নির্বাহী পরিচালক এ এস এম নূরুল আলমের সভাপতিত্বে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির হিসাব বিভাগের ব্যবস্থাপক এরশাদ আলী, সিনিয়র কমিউনিকেশন অফিসার আনিসুর রহমান ও ট্রেইনার আব্দুল বারেক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক বলেন, ‘আমাদের সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যাদের সন্তানদের শিক্ষা লাভের ক্ষেত্রে রয়েছে নানা প্রতিকুলতা। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা তাদের পাশে দাড়ালে তারা কিছুটা হলেও উপকৃত হয়। তাদের সহযোগিতায় সমাজের বৃত্তবানদেরও এগিয়ে আসা দরকার।’
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএস’র সহায়তায় প্রতিবছর আরব সংস্থাটি তার কর্মএলাকার সদস্যদের মেধাবী সন্তানদের বাৎসরিক ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।