অভি হাসানঃ
মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে উপজেলার আউটপাড়া গ্রামে সদর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুল হক, সহ সভাপতি সোরহাব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুর রহমান,সহ সাধারণ সম্পাদক আলী হোসেন,দপ্তর সম্পাদক আব্দুল জলিল,
প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, যুব বিষয়ক সম্পাদক মোঃ আজম আলী ,সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল আলীম, সহ কৃষি বিষয়ক সম্পাদক খগেন মন্ডল, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান, পুটাইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, জাগীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল শিকদার, সদর উপজেলা বিএনপি নেতা আলীম, গড়পাড়া ইউনিয়ন বিএনপির নেতা শামসুদ্দিন আহাম্মেদ, জুয়েল ইসলাম সহ সদর থানা ও সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নুর কর্মদক্ষতা ও গুনের কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ। মানিকগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং,সকল পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলার ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে একটি মিছিল করে মানিকগঞ্জ- সিংগাইর সড়ক প্রদক্ষিণ করে। পরে আউটপাড়া মোড়ে সংখিপ্ত সমাবেশ করে সদর বিএনপির নেতাকর্মীরা।