নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীতে শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কাউন্সিল শেষে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিশাল মিছিল করে ইসলামী ফ্রন্ট। সংগঠনের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিনের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে গিয়ে শেষ করে।
এম এ মান্নান বলেছেন, ‘আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তথা সকল দলের সমান অংশগ্রহণের সুযোগ না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অথচ, দেশে প্রহসনের নির্বাচন চলছে। জনগণের ভোট-ভাতের অধিকার হরণ করা হচ্ছে। ২০১৪ সাল থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দলদাস নির্বাচন কমিশন পেশীশক্তিনির্ভর ভোট ডাকাতির নির্বাচন ব্যতীত কিছুই দিতে পারে নি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রস্তাবিত ৯ দফা অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনই পারবে সুষ্ঠু নির্বাচন দিতে।’
এম এ মতিন বলেন, ‘দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে যারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, তারা জাতীয় শত্রু। দেশেই তাদের বিচার করতে হবে।’