আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে ২৩ গ্রাম হেরোইনসহ ২ কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (৫ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়া এর নেতৃত্ব মানিকগঞ্জ বাসস্ট্যান্ড দোয়েল মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে মোঃ উজ্জল (৩৩) ও মোঃ মুকুল হোসেন (৩৪), দ্বয়কে ২৩গ্রাম হেরোইন সহ আটক করেন।
এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত ২৩ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা।
আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।