স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় ১২ দিন ব্যাপি শিক্ষক সুপারভাইজার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।
সোমবার সকালে পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন (পাসা সংস্থার) আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার জৌতিশ্বর পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রুকাইয়া জান্নাত, পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।