নাজমুল হোসেন:
‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ এই প্রতিপাদ্য মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনিষ্ঠিত হয়। বাস্তবায়নে কাজ করছে পাসা-পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসেসিয়েশন ও গণসাক্ষরতা অভিযান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নিলুফা ইয়াসমিন নিপা, পাসার নির্বাহী পরিচালক মো:ফরিদ খান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের উপস্থাপনা করেন মোছাঃ রুকাইয়া জান্নাত।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, মানিকগঞ্জে সাক্ষরতার হার বৃদ্ধির লক্ষে কাজ করছে মানিকগঞ্জ জেলা প্রশাসক। দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। এখনো ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে। তাদের সাক্ষরতার আওতায় আনতে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠান শেষে প্রতিয়োগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।