আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শ্বারদীয় দূর্গোউৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে সামাজিক সম্প্রীতি অটুট থাক, সাম্প্রদায়িকা নিপাত যাক, এই প্রতিপাধ্যকে সামনে রেখে সামাজিক–সম্প্রীতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই অক্টোবর আটিগ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূর-এ আলম সরকার চেয়ারম্যান আটিগ্রাম ইউনিয়ন পরিষদ ও সহ-সভপতি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এস.এম. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, এস.আই আব্দুল্লাহ্, আটিগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি কালিদাস সরকার, কাটিগ্রাম দূর্গাও নাট মন্দিরের সভাপতি খোকন চন্দ্র রাজবংশী, ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক, দুলাল ফকির সহ ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ নূর-এ আলম সরকার বলেন, যারযার ধম সে সে পালন করবে এতে কারো কোন বাধা দেওয়ার নাই। আমরা মুসলমান হয়ে তাদের নিরাপত্তা দেব।
এস.এম.দুলাল হোসেন বলেন, প্রত্যেক পূজা মন্ডবে সি.সি. ক্যামেরা ব্যবহার করতে পারলে ভাল হয়, আটিগ্রাম ইউনিয়ন বিটপুলিশ অফিসার আব্দুল্লাহ্কে বলেন, আটিগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে আপনাকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।