এস এম আকরাম হোসেন ঃ
ভারতের মনিপুরী সম্প্রদায়ের দুই মেয়ে লাংলিন ও নুছিথির অসাধারণ নাচ উপভোগ করেছে মুন্নু মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।
শুক্রবার রাতে কলেজের ১১তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে তারা নৃত্য পরিবেশন করে। লাংলিন ও নুছিথি ওই কলেজের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তাদের মতো অন্য দেশী-বিদেশী শিক্ষার্থী ও শিক্ষকরাও গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন। কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত। পুরোসময় ধরে, ভবিষ্যত চিকিৎসকদের এই পরিবেশনা উপভোগ করেন মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম এবং অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামানসহ অন্যান্যরা।