1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল ঘিওরে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মমতাজ বেগম অপহরনের পর হাত পা বাধাঁ অবস্থায় উদ্ধার হওয়া হার্ডওয়্যার ব্যবসায়ী নিখোঁজের দুইদিন পর লাশ উদ্ধার মানিকগঞ্জে ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা মানিকগঞ্জে নোবল মাইন্ড যুব সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মানিকগঞ্জে ৮৮ ফুটসেল ফুটবল টুর্নামেন্টে জয়রা ভান্ডারী বয়েজ চ্যাম্পিয়ন মানিকগঞ্জে সম্পাদক পরিষদের আহবায়ক কমিটি আহবায়ক সুরুজ খান ও যুগ্ম আহবায়ক আমিনুল হক আকবর মানিকগঞ্জে শহীদ ডা. সন্তোষ কুমার বণিকের স্মরণে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে দেওয়ানী মামলা চলমান থাকাবস্থায় আদালতের নির্দেশ না মেনে পাকাঁ দেয়াল নির্মান করে জমি দখলের অভিযোগ 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪৭ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকায় মানিকগঞ্জ সদর সহকারী জজ আদালতে দেওয়ায়ানী ২৮৩/২১ নং মামলা চলমান থাকাবস্থায়  আদালতের নির্দেশনা উপেক্ষা করে পাকাঁ দেয়াল নির্মান করে আ: মজিদের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সফিউদ্দিন মাস্টার ও তার বোন ভাগিনাদের  বিরুদ্ধে । আব্দুল মজিদ ভাড়ারিয়া এলাকার হযরত আলীর ছেলে এবং সফিউদ্দিন মাস্টার একই এলাকার আলীমুদ্দিনের ছেলে ।
আদালতের মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া মৌজার আরএস ২৬৬৯ নং দাগে ১৬ডিং এবং ২১৮৫ নং দাগে ৮ ডিং ভূমি পৈত্রিক সূত্রে মালিক আ: মজিদ গং । আ: মজিদ গং এর ভোগদখলে থাকাবস্থায় স্থানীয় সফিউদ্দিন মাস্টার গং জোড় করে দখলের চেষ্টা করে । এর প্রেক্ষিতে আব্দুল মজিদ সফিউদ্দিন মাস্টার গংদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে একটি  দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন ।  উক্ত মোকদ্দমায় বাদী পক্ষ গত ১৭/৮/২০২২ তারিখে বিবাদীদের বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেদাজ্ঞার আবেদন করলে আদালত আবেদনটি  আমলে নিয়ে সফিউদ্দিন মাস্টার গংদের বিরুদ্ধে কারন দর্শানো নোটিশ জারি করেন । কারন দর্শানো নোটিশ প্রাপ্তির পর কোন রকম জবাব দাখিল না করে তড়িঘড়ি করে ৩০/৩৫ জন লেবার নিয়ে স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে পাকাঁ দেয়াল নির্মান করে ভমি দখল করে । ভূমিতে থাকা মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায় । এতে বাধাঁ দিলে আ: মজিদ গংদের উপর হামলা চালায় । এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় আ: মজিদের ছেলে জামাল উদ্দিন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন । এর পর সফিউদ্দিন মাস্টার পাল্টা থানায় একটি কাউন্টার মামলা করেন । বর্তমানে আ: মজিদ ও তার পরিবার আতংকে ও রিাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে ।
এ বিষয়ে মামলার বাদী আ: মজিদ জানান, সফিউদ্দিন মাস্টার এবং তার বোন ভাগিনারা এলাকার প্রভাবশালীদের নিয়ে আমার পৈত্রিক সূত্রে মালিকানা সম্পত্তিতে পাকা দেয়াল নির্মান করে দখল করে নিচ্ছেন । তারা আদালত ও প্রশাসনকেও মানছেন না ।
এ বিষয়ে অভিযোক্ত সফিউদ্দিন মাস্টারের  সাথে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করলেও তিনি এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননি ।
এ বিষয়ে স্থানীয় ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আ: জলিল বলেন, আদালতে নিষেধাজ্ঞা মামলা আছে তা আমার জানা নেই । তবে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে পরিষদে আসতে বলেছি । যদি আমার কাছে আসে তবে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো ।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury