জাহাঙ্গীর আলম বিশ্বাস:
মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত তৃতল ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
গত রবিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজা, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সালেহা জাহান, লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায় সহ অন্যান্যরা।
১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে, ২ ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।##