শিবালয় প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় থানায় নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহনুর এ আলমের সাথে স্থানীয় প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ওসি’র কক্ষে আয়োজিত সভায় শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আক্তার মঞ্জুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খান, হাসান চৌধুরী, মারুফ হোসেন, নিরঞ্জন সুত্রধর, মোহাম্মদ ইউনুস আলী, সাদেকুর রহমান, জয় ঘোষ, আকাশ চৌধুরী, সুমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নয়া ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের যে কোন অপরাধ দমন করা সম্ভব। অপরাধ নির্মূলে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।