এস এম আকরাম হোসেন ঃ
আসন্ন মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডঃ গোলাম মহিউদ্দীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর হাতে এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আজ (১৪ সেপ্টম্বর) বুধবার পর্যন্ত জেলা পরিষদের নির্বাচনের জন্য চেয়ারম্যান পদের এ্যাড. গোলাম মহীউদ্দীন ছাড়া এখন পর্যন্ত অন্যকেউ মনোনয়ন পত্র জমা দেইনি। তবে উপজেলার সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। জমা শেষে বলা যাবে আগী ১৭ আক্টোবর জেলা পরিষদে নির্বাচনের জন্য কত জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মানিকগঞ্জ জেলার ৬৫টি ইউনিয়ন, ৭টি উপজেলা ও ২টি পৌরসভার মধ্যে জেলা পরিষদের মোট ভোটার রয়েছে ৮শ ৮৯ জন।
উল্লেখ, আগামী ১৭ অক্টোবর মানিকগঞ্জে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।