স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘রোটারি ক্লাব অব মানিকগঞ্জ সিনার্জি’ (আর.সি.এম.এস)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ জেলার অভিভাবক এবং জেলা উন্নয়নের রূপকার, সম্মানিত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সঙ্গে আজ বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন।
রোটারি ক্লাব অব মানিকগঞ্জ সিনার্জি’র প্রেসিডেন্ট রোটারিয়ান মীর শাহেদ আলী জেলা প্রশাসক এর নিকট বিগত দিনগুলোতে ক্লাবের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্নমুখি সচেতনতা ও মানবতার সেবা উল্লেখ করে আর.সি.এম.এস এর নিয়মিত মিটিং বুলেটিন ও ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক হস্তান্তর করে রোটারির পথচলা কে আরো সুগম করতে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
পরে জেলা প্রশাসক রোটারি ক্লাব অব মানিকগঞ্জ সিনার্জি’র রোটারিয়ানগণের জন্য বিশেষ প্রি-ভিলেজ কার্ড উদ্বোধন করেন। ক্লাবের পথচলাকে স্বাগত জানান ও মানবতার কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রোটারি ক্লাব অব মানিকগঞ্জ সিনার্জি’র কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন, সেক্রেটারি রোটারিয়ান শাম্মী আক্তার, ট্রেজারার রোটারিয়ান রমজান আলী এবং ক্লাব ডিরেক্টর রোটারিয়ান শহীদুল ইসলাম সুজন, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান রেজাউল করিম এবং রোটারিয়ান অরুণ চন্দ্র রায় প্রমুখ।