অভি হাসান/দিপক সূত্রধর:
মানিকগঞ্জে উচ্চ শিক্ষা নিশ্চিত করতে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে কলেজ শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
আজ শনিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের ডিন ( ইনচার্জ) প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন।
কর্মশালায় মানিকগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ,উপাধ্যক্ষ ও সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষকরা কর্মশালায় অংশ গ্রহন করেন।