শিল্প উদ্যেক্তা ও সমাজসেবক নিরোদ বরণ বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামে আয়োজন করা হয় ধর্ম সভা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, স্মরণ সভাসহ ত্রাণবিতরণ অনুষ্ঠান। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়া
অন্য অতিথিদের মধ্যে ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। স্মরণ সভায় প্রধান অতিথি সমাজসেবক নিরোদ বরন বড়ুয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজে তাঁর অবদানের প্রশংসা করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। এ সময় তিনি বলেন, রাউজানের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে, গুণীজনকে মর্যাদা দিতে হবে। পরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে অষ্ট পরিষ্কার দান ও মহাসংঘদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, প্রধান আলোচক ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির।