নিউজ ডেস্ক:
নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল খেলায় চারবারের ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
সারা দেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। ফুটবলারদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা বলেছেন, ‘নারী ফুটবল দলের গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করলো নতুন মাইলফলক।’
শিরোপা জয়ী নারী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও বাফুফের সবাইকে অভিনন্দন জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে, চাইলে আমরাও পারি। নেপাল অত্যন্ত শক্তিশালী দল। সেই দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কঠিন ছিল। কিন্তু সেটাই করিয়ে দেখিয়েছে আমাদের সাহসী মেয়েরা।’
বিশ্ব চ্যাম্পিয়ন হতে বেশি দেরি নেই, উল্লেখ করে ডিএনসিসির মেয়র বলেছেন, ‘যতই দিন যাচ্ছে, ততই ভালো করছে এই দলটি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমরা এখন দেখতেই পারি।’