দৌলতপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ শাহ আলমের ৪২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো:ইমরুল হাসান।
মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন, থানা সেকেন্ড অফিসার মো: সাইফুল ইসলাম,থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ,থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত আলী,থানা কৃষক লীগের আহবায়ক মো:মিজানুর রহমান মিন্টু, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন,দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, বিশিষ্ট ব্যবসায়ী রফিক সহ দোলতপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম বলেন, আমার ফেসবুক বন্ধু,সাংবাদিক সহকর্মী,এসএসসি ৯৭ ব্যাচের সকল বন্ধু,সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,আত্নীয় স্বজন সহ যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।