অভি হাসান:
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. টুটুল উদ্দিন।
বুধবার ঢাকা রেঞ্জ কার্যালয়ে ১৩ টি জেলার চলতি বছরের জুলাই মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৩টি জেলার কর্মরত অফিসারদের বিভিন্ন দক্ষতা ও সফল কর্মকান্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ ক্যাটাগরি নির্বাচন করা হয়। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী নির্বাচিত হওয়ার পর তাতক্ষণিক প্রতিক্রিয়ায় টুটুল উদ্দিন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদরের অফিসার ইনচার্জ আঃ রউফ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।